
কাশ্মীরে জঙ্গি দমনে ভারতীয় সেনার বড় সাফল্য। শনিবার গুরেজ সেক্টরে এনকাউন্টারে খতম হল পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশ করানোর কারিগর বাগু খান। তিন দশক ধরে সক্রিয় এই কুখ্যাত জঙ্গি ‘হিউম্যান জিপিএস’ নামে পরিচিত ছিল। সেনা সূত্রে খবর, নওশেরা নার এলাকায় আরও এক জঙ্গির সঙ্গে তার মৃত্যু হয়েছে।
১৯৯৫ সাল থেকে পিওকে-তে সক্রিয় বাগু উপত্যকায় অন্তত ১০০-র বেশি অনুপ্রবেশের চেষ্টায় জড়িত ছিল। কাশ্মীরের দুর্গম পাহাড়ি পথ এবং গোপন রুটের উপর তার দখল ছিল অসাধারণ। তাই একাধিক জঙ্গি সংগঠনের কাছে সে হয়ে উঠেছিল ভরসাযোগ্য ব্যক্তি। ভূস্বর্গে রক্ত ঝরানোর নেপথ্যে অন্যতম কারিগরকে শেষ করে দিল ভারতীয় সেনা। কাশ্মীরের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এই অভিযানকে বড় সাফল্য বলে মনে করছে গোয়েন্দা মহল।


















