
রাশিয়া থেকে অশোধিত তেল আমদানির ক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। সংস্থার চেয়ারম্যান অরুণকুমার সিংহ শুক্রবার জানান, যত দিন পর্যন্ত লাভজনক থাকবে, তত দিন পর্যন্ত রাশিয়া থেকে প্রতিটি ফোঁটা অশোধিত তেল কেনা হবে এবং তা পরিশোধন প্রক্রিয়ায় ব্যবহার করা হবে। উল্লেখযোগ্যভাবে, রাশিয়ার তেল কেনায় এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে কোনও বিধিনিষেধ বা বারণ নেই বলেও জানান তিনি। আমেরিকা ও পশ্চিমা দেশের চাপ কিংবা চোখরাঙানিকে উপেক্ষা করেই ভারত নিয়মিতভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।

এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা যেমন বজায় থাকছে, তেমনই আন্তর্জাতিক বাজারে তুলনামূলকভাবে কম দামে তেল পেয়ে দেশের অর্থনীতিও উপকৃত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই কৌশল আগামী দিনে বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক, সরকারের তরফে নীতি পরিবর্তনের কোনও ইঙ্গিত না থাকায় ওএনজিসি সহ অন্যান্য সংস্থা রাশিয়ার সস্তা তেলের সুযোগ নিচ্ছে। ফলে সাধারণ মানুষের জ্বালানি খরচ নিয়ন্ত্রণে রাখতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

















