
উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের নাগরিক পরিষেবা কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-কে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়াল। শনিবার সকাল থেকে স্থানীয় দুটি স্কুলে তিনটি বুথে শুরু হয়েছিল পরিষেবা কার্যক্রম। এই বুথগুলিতে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম জয়ী হওয়ায় দলের সদস্য ও সমর্থকরা দায়িত্বে ছিলেন। কর্মসূচি চলাকালীন দাবি এবং পালটা দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে এবং দফায় দফায় সংঘর্ষের ফলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে তেশিমলায়।
প্রশাসন দ্রুত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। তবে বেশ কিছুক্ষণ ধরে গণ্ডগোল অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সরকারি উদ্যোগে সাধারণ মানুষ যাতে সরাসরি পরিষেবা পান সেই লক্ষ্য নিয়েই এই কর্মসূচি হলেও, রাজনৈতিক প্রভাব ও দ্বন্দ্বের কারণে উদ্যোগ ব্যাহত হল। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।














