
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৪০ বছর পর ভয়াবহ বন্যার ধাক্কা। সিন্ধু ও তার উপনদীর অতিরিক্ত জল ছাড়ার ফলে লাহোরসহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে। নদী এবং খালের তীরবর্তী অঞ্চলগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বাড়িঘর, ফসলি জমি ও যানবাহন পানিতে ডুবে গেছে। উদ্ধার ও ত্রাণকাজে সেনা ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতদিন কাজ করছে। যদিও তুর্কি ও পাকিস্তানি সংবাদমাধ্যমে ভারতকে দায়ী করার তথ্য ছড়াচ্ছে, তবে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, নদীর পানি নিয়ন্ত্রণ ও সময়মতো বাঁধ ও বাঁধের রক্ষণাবেক্ষণ না হলে এমন বিপর্যয় স্বাভাবিক হতে পারে। নাগরিকদের নিরাপদ স্থানে সরানোর জন্য তৎপরতা চালানো হচ্ছে। এই বন্যা সাময়িক না হয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। পানি নিষ্কাশন, পুনর্বাসন এবং ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হতে পারে।


















