কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিধানভবন থেকে কলেজ স্ট্রিট মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় কংগ্রেস। সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ একাধিক শীর্ষ নেতা। অভিযোগ, মিছিল চলাকালীনই কিছু কংগ্রেস কর্মী বিজেপি রাজ্য দফতরের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন।

যদিও আগে থেকেই খবর পেয়ে প্রস্তুত ছিলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। তারা দফতরের বাইরে অবস্থান নেন। পরিস্থিতি যাতে অশান্ত না হয়, সেই কারণে সক্রিয় হন পুলিশ এবং স্থানীয় নেতৃত্ব। শেষ পর্যন্ত শুভঙ্কর সিংহ-সহ একাধিক কংগ্রেস নেতা কর্মীদের আটকে দেন এবং বড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। তবে এদিনের ঘটনা ঘিরে ফের মুখোমুখি রাজনীতির ছবি ফুটে উঠল। কংগ্রেসের অভিযোগ, বিজেপি গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির দাবি, কংগ্রেস পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ছড়াতে চাইছে। ফলে রাজনৈতিক লড়াই যে আরও চড়তে চলেছে, তা স্পষ্ট।

















