
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও বৈঠকের মঞ্চে বিশ্বের দৃষ্টি আজ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের দিকে। দীর্ঘ ১০ মাস পর এই দুই রাষ্ট্রনেতার মুখোমুখি হওয়া নিঃসন্দেহে আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। সীমান্ত নিয়ে অতীতের বিরোধ ও উত্তেজনা দূরে সরিয়ে ইতিবাচক মনোভাবেই আলোচনায় বসেন দুই নেতা।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বার্তা দেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হলে ভরসা এবং পারস্পরিক সম্মানকেই প্রাধান্য দিতে হবে। তাঁর বক্তব্যে ফুটে ওঠে শান্তিপূর্ণ সহাবস্থান এবং আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বার্তা। শি জিনপিংও আলোচনায় সহযোগিতা এবং আস্থার বার্তা দেন বলে সূত্রের খবর। আন্তর্জাতিক কূটনীতির বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক ভারত-চীন সম্পর্কে নতুন দিশা খুলে দিতে পারে। একইসঙ্গে এই সাক্ষাৎ থেকে গোটা বিশ্বকে শান্তি, স্থিতিশীলতা এবং কূটনৈতিক বোঝাপড়ার এক গুরুত্বপূর্ণ বার্তা গেল।

















