মালদার চাচোল থানার সদরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে সিভিক ভলেন্টিয়ার মিঠুন সরকারের মৃত্যুকে কেন্দ্র করে। শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন মিঠুন। প্রায় তিন লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় চেপে বসেছিল। সেই সঙ্গে ভলেন্টিয়ার হিসেবে মাসিক স্বল্প বেতন দিয়ে সংসার চালানো একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল। প্রতিদিনের খরচ সামলানো থেকে শুরু করে ঋণ পরিশোধের চাপ সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। স্থানীয়রা জানান, মিঠুন ছিলেন শান্ত স্বভাবের মানুষ, কিন্তু সাম্প্রতিক কালে আর্থিক সংকটের কারণে হতাশায় ভুগছিলেন। শেষ পর্যন্ত সেই হতাশাই তাকে আত্মঘাতী হতে বাধ্য করেছে বলে মনে করছে গ্রামবাসী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, ভলেন্টিয়ারদের জন্য বেতন বৃদ্ধি ও আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা জরুরি, নইলে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতেই থাকবে।















