
এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাশিত দাগিদের তালিকায় এ বার উঠে এল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম। তালিকার ৯৪৮ নম্বরে রয়েছে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্মল ঘোষ বলেন, “আইন নিজের পথে চলবে। কে হতে পারে, কে হতে পারে না, বিচারে সত্যিটা বেরিয়ে আসবেই।” তিনি আরও জানান, তাঁর কাছে কোনও সরকারি কাগজপত্র আসেনি, তাই বিষয়টি তিনি বিস্তারিত জানেন না।
আদালতে মামলা বিচারাধীন এবং হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই সব পরিষ্কার হবে বলে মত প্রকাশ করেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতার নাম সামনে এসেছে। এ বার বিধায়কের পরিবারের নাম তালিকায় যুক্ত হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা তৃণমূলকে নতুন করে আক্রমণ শানিয়েছে। অন্যদিকে, তৃণমূল শিবির জানিয়েছে আদালতের নির্দেশই শেষ কথা। এখন সবার নজর আদালতের রায়ের দিকে।














