Image

বর্ধমানে মুখ্যমন্ত্রীর জনসভা

বর্ধমানের জনসভায় বিষ্ফোরক মমতা, একাধিক ইস্যুতে মোদিকে আক্রমণ; ‘ডবল ইঞ্জিন সরকার বড় চোর’, বলে কটাক্ষের পাশাপাশি উত্তরবঙ্গের চা বলয়ে শক্তি বৃদ্ধির ডাক মমতার

বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ফের কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কলকাতায় মেট্রো প্রকল্প উদ্বোধন করতে এসে বাংলার সরকারকে উদ্দেশ্য করে ‘চুরি’, ‘চোর’ শব্দ প্রয়োগ করেছিলেন। মঙ্গলবার সেই মন্তব্যের কড়া জবাব দেন মমতা। তাঁর সাফ বক্তব্য, “বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী? বরং উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে আপনার ডবল ইঞ্জিন সরকারই সবচেয়ে বড় চোর। আপনি তো চোর সর্দারদের সঙ্গে বৈঠক করেন।” শুধু তাই নয়, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতা জানান, বাংলার প্রকল্পের টাকা নিয়মিত আটকে দেওয়া হচ্ছে, অথচ বাংলার উন্নয়নকে বারবার চুরির অভিযোগে ঢেকে দেওয়া হচ্ছে।

এদিন শ্রমশ্রী প্রকল্পের সূচনায় মমতা ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রসঙ্গও তোলেন। তাঁর বক্তব্য, বাংলার দক্ষ শ্রমিকদের ‘জামাই আদর’ করে বাইরে নিয়ে যাওয়া হলেও ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাটে তাঁদের উপর অমানবিক অত্যাচার চালানো হচ্ছে। মমতা স্পষ্ট বলেন, “বাঙালি ছাড়া অক্সফোর্ড-হার্ভার্ড চলে না, তাই ট্রাম্প গুজরাতিদের শিকল বেঁধে তাড়ালেও, বাংলার মেধাকে তাড়ানো যায় না।”

একই সঙ্গে উত্তরবঙ্গকে ঘিরে রাজনৈতিক কৌশল আঁটতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের ব্লক স্তরের সংগঠনে বড়সড় রদবদল করা হয়েছে। যুব, মহিলা ও শ্রমিক সংগঠনে নতুন নেতৃত্বকে সামনে আনা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এর লক্ষ্য স্পষ্ট, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শক্ত ঘাঁটিকে দুরমুশ করে চা বলয়কে কংগ্রেসমুক্ত করা।

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata NewsDec 23, 2025

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025
Scroll to Top