
অপারেশন সিঁদুরের পর প্রথমবার একমঞ্চে দেখা গেল ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। রবিবার চীনের তিয়ানজিন শহরে শুরু হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর ২৫ তম সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একসঙ্গে উপস্থিত হন। বৈঠকের শুরুর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উনের পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছবি তোলেন তাঁরা। তবে মোদি ও শাহবাজের মধ্যে দূরত্ব স্পষ্ট ছিল।
অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে পৌঁছেছে। সেই প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। নিয়মিত সদস্য ছাড়াও অতিথি ও পর্যবেক্ষক দেশগুলির প্রধানরাও উপস্থিত থাকায় আন্তর্জাতিক মহলের নজর এখন এই সম্মেলনের দিকে। বিশ্লেষকদের মতে, সরাসরি আলোচনার সম্ভাবনা ক্ষীণ হলেও একসঙ্গে মঞ্চে দাঁড়ানোই এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।


















