
ভারতের টেলিভিশন ইতিহাসের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক প্রেম সাগর প্রয়াত হয়েছেন। বিনোদন জগতে শোকের আবহ নেমে এসেছে। পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা শেষ করার পর তিনি যোগ দেন পরিবারের প্রযোজনা সংস্থা ‘সাগর আর্টস’-এ। তাঁর হাত ধরেই টেলিভিশনের স্বর্ণযুগে ‘রামায়ণ’, ‘বিক্রম আউর বেতাল’ এবং ‘শ্রীকৃষ্ণ’র মতো অমর সৃষ্টি উপহার পায় দর্শক। সূক্ষ্ম শিল্পদৃষ্টি ও অনবদ্য প্রযোজনার দক্ষতায় তিনি ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র ছাপ রেখে গিয়েছেন।
তাঁর প্রয়াণে অভিনেতা সুনীল লাহরী গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “এ খুব দুঃখজনক। ওম শান্তি।” অন্যদিকে রামায়ণের রাম চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল লিখেছেন, “শ্রদ্ধেয় প্রেম সাগরজির মৃত্যু হৃদয়বিদারক। প্রার্থনা করি ভগবান শ্রী রামচন্দ্র যেন তাঁর আত্মাকে স্থান দেন।” প্রেম সাগরের মৃত্যুতে ভারতীয় বিনোদন দুনিয়া হারাল এক কিংবদন্তি শিল্পী ও সৃষ্টিশীল কারিগরকে।


















