• Home
  • ধর্ম
  • দুর্গাপুজোর কলকাতার ‘প্রিভিউ শো’; মহালয়ার আগেই বিশ্বের সামনে মণ্ডপ, প্রতিমা ও থিম প্রদর্শন ।
Image

দুর্গাপুজোর কলকাতার ‘প্রিভিউ শো’; মহালয়ার আগেই বিশ্বের সামনে মণ্ডপ, প্রতিমা ও থিম প্রদর্শন ।

কলকাতার দুর্গাপুজো শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে শিল্পপ্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। প্রতিবছর এই উৎসব শিল্প, সংস্কৃতি ও কারুশিল্পের মিলনে এক অনন্য উদাহরণ সৃষ্টি করে। ২০২১ সালে ইউনেস্কোর ‘অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’-র স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজোর মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও শিল্পপ্রেমী এই উৎসব উপভোগ করতে কলকাতায় আসেন। দুর্গাপুজো শুধু আধ্যাত্মিক উৎসব নয়; এটি কয়েক লক্ষ মানুষের জীবন, ব্যবসা ও কারুশিল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক মহাউদযাপন।

এই আগ্রহ ও কৌতূহলকে কেন্দ্র করে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর কলকাতার সেরা দুর্গাপুজোগুলির এক বিশেষ প্রিভিউ শো আয়োজন করা হচ্ছে। এখানে মহালয়ার আগেই দর্শকরা শহরের নির্বাচিত ২৪টি পুজো মণ্ডপের থিম, প্রতিমা ও মণ্ডপসজ্জার প্রদর্শনী দেখতে পাবেন। মূলত এটি হবে এক ধরনের ‘মিনি পুজো’, যেখানে কলকাতার দুর্গাপুজোর সৃজনশীলতা ও শিল্পভাবনা দেশি-বিদেশি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে অংশ নেবেন সেই শিল্পীরা, যাঁরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা এবং বিভিন্ন শিল্পকর্ম রচনা করেন। মাটির কাজ, প্যান্ডেলের নকশা, আলোর কারুকাজ এবং থিমভিত্তিক শিল্পকলার সমাহার দর্শকদের মুগ্ধ করবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং শো-কেসও থাকছে এই আয়োজনে।

এই প্রিভিউ শো কেবলমাত্র বিনোদনের জন্য নয়, বরং শিল্পীদের শ্রমের স্বীকৃতি ও বাংলার কারুশিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক অভিনব প্রচেষ্টা। বিশ্বের মানুষ এখানে কলকাতার দুর্গাপুজোর রঙ, সৃজনশীলতা ও আবেগকে কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। প্রতিটি মণ্ডপ, প্রতিটি প্রতিমা এবং আলোকসজ্জা স্থানীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও শিল্পকলার মেলবন্ধনে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।

মহালয়ার আগে অনুষ্ঠিত এই ‘মিনি পুজো’ শিল্পপ্রেমীদের জন্য হবে এক প্রাক-পার্বণ, যা দুর্গাপুজোর আনন্দ ও শোভা আগাম উপভোগ করার এক অনন্য সুযোগ এনে দেবে।

Releated Posts

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025

রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন

রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী…

ByByKolkata NewsDec 16, 2025
Scroll to Top