• Home
  • ধর্ম
  • দুর্গাপুজোর কলকাতার ‘প্রিভিউ শো’; মহালয়ার আগেই বিশ্বের সামনে মণ্ডপ, প্রতিমা ও থিম প্রদর্শন ।
Image

দুর্গাপুজোর কলকাতার ‘প্রিভিউ শো’; মহালয়ার আগেই বিশ্বের সামনে মণ্ডপ, প্রতিমা ও থিম প্রদর্শন ।

কলকাতার দুর্গাপুজো শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে শিল্পপ্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। প্রতিবছর এই উৎসব শিল্প, সংস্কৃতি ও কারুশিল্পের মিলনে এক অনন্য উদাহরণ সৃষ্টি করে। ২০২১ সালে ইউনেস্কোর ‘অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’-র স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজোর মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। দেশ-বিদেশের অসংখ্য দর্শক ও শিল্পপ্রেমী এই উৎসব উপভোগ করতে কলকাতায় আসেন। দুর্গাপুজো শুধু আধ্যাত্মিক উৎসব নয়; এটি কয়েক লক্ষ মানুষের জীবন, ব্যবসা ও কারুশিল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক মহাউদযাপন।

এই আগ্রহ ও কৌতূহলকে কেন্দ্র করে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর কলকাতার সেরা দুর্গাপুজোগুলির এক বিশেষ প্রিভিউ শো আয়োজন করা হচ্ছে। এখানে মহালয়ার আগেই দর্শকরা শহরের নির্বাচিত ২৪টি পুজো মণ্ডপের থিম, প্রতিমা ও মণ্ডপসজ্জার প্রদর্শনী দেখতে পাবেন। মূলত এটি হবে এক ধরনের ‘মিনি পুজো’, যেখানে কলকাতার দুর্গাপুজোর সৃজনশীলতা ও শিল্পভাবনা দেশি-বিদেশি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে অংশ নেবেন সেই শিল্পীরা, যাঁরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা এবং বিভিন্ন শিল্পকর্ম রচনা করেন। মাটির কাজ, প্যান্ডেলের নকশা, আলোর কারুকাজ এবং থিমভিত্তিক শিল্পকলার সমাহার দর্শকদের মুগ্ধ করবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং শো-কেসও থাকছে এই আয়োজনে।

এই প্রিভিউ শো কেবলমাত্র বিনোদনের জন্য নয়, বরং শিল্পীদের শ্রমের স্বীকৃতি ও বাংলার কারুশিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক অভিনব প্রচেষ্টা। বিশ্বের মানুষ এখানে কলকাতার দুর্গাপুজোর রঙ, সৃজনশীলতা ও আবেগকে কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। প্রতিটি মণ্ডপ, প্রতিটি প্রতিমা এবং আলোকসজ্জা স্থানীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও শিল্পকলার মেলবন্ধনে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।

মহালয়ার আগে অনুষ্ঠিত এই ‘মিনি পুজো’ শিল্পপ্রেমীদের জন্য হবে এক প্রাক-পার্বণ, যা দুর্গাপুজোর আনন্দ ও শোভা আগাম উপভোগ করার এক অনন্য সুযোগ এনে দেবে।

Releated Posts

দার্জিলিং মোড়ে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি কোটি টাকার

শিলিগুড়ির দার্জিলিং মোড়ে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় কোটি টাকারও বেশি সম্পত্তি ভস্মীভূত…

ByByKolkata NewsOct 27, 2025

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক: প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার…

ByByKolkata NewsOct 26, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025

এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByKolkata NewsOct 26, 2025
Scroll to Top