
পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি এলাকায় ফের বোমা উদ্ধারে ছড়াল আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, গোবিন্দপুর থেকে পিচকুড়ি যাওয়ার রাস্তায় এক ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বালতিতে রাখা ছিল ৯টি তাজা বোমা।
সেগুলি প্রথম নজরে আসে এলাকার কয়েকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলার পর খবর দেওয়া হয় CID-কে। এরপর বর্ধমান থেকে CID-র বোম স্কোয়ার্ডের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। দীর্ঘদিন শান্ত থাকার পর হঠাৎ এমন বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
কে বা কারা এই বোমাগুলি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকাবাসীর দাবি, পঞ্চায়েত ভোটের আগে থেকেই আশপাশের অঞ্চলে দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছিল। যদিও সম্প্রতি শান্ত পরিবেশ ফিরে এসেছিল। হঠাৎ বোমা উদ্ধারের ঘটনায় ফের উদ্বেগ বেড়েছে। CID ও আউশগ্রাম থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।















