
মহঃ সফিউল আলম, রাজনগর (বীরভূম):
আসন্ন দুর্গাপুজো ও শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শুক্রবার রাজনগর বিডিও অফিসের সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজনগর বিডিও, জয়েন্ট বিডিও, সি আই, ওসি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, বিদ্যুৎ দপ্তরের এস এম, বিভিন্ন অঞ্চলের প্রধান-উপপ্রধান, সমাজকর্মী এবং স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
বৈঠকে অংশ নেন বিভিন্ন গ্রামের দুর্গাপুজো কমিটির প্রতিনিধি, শান্তি কমিটির সদস্য এবং রাহে ইসলাম সংগঠনের প্রতিনিধি সহ একাধিক ইউনিয়ন ও সংগঠনের কার্যকরী সদস্যরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিয়ম, নির্দেশিকা ও গাইডলাইন তুলে ধরা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ বছরও যেন উৎসবের আবহে সম্প্রীতি বজায় থাকে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা সকলের সহযোগিতায় পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানিয়ে পুজো কমিটির প্রতিনিধিরা জানান, “প্রশাসনের সহযোগিতা থাকলে এবারের পুজোও নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।”















