• Home
  • রাজ্য
  • রাজনগর বিডিও অফিসে রক্তদান শিবির, রক্তদান করেন বিডিও শুভাশীষ চক্রবর্তী ।
Image

রাজনগর বিডিও অফিসে রক্তদান শিবির, রক্তদান করেন বিডিও শুভাশীষ চক্রবর্তী ।

মহঃ সফিউল আলম, রাজনগর (বীরভূম):

উৎসবের মরশুমে রক্তের যোগান স্বাভাবিক রাখতে প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুজোর প্রাক্কালে রাজনগর বিডিও অফিসের রাজীব গান্ধী ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজনগর ব্লক প্রশাসন ও রাজনগর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে সহযোগিতা করে এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটি।

এদিনের শিবিরে রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) শুভাশীষ চক্রবর্তী নিজে রক্তদান করেন। তিনি আগের বছরও একইভাবে রক্তদান করেছিলেন। এছাড়া জয়েন্ট বিডিও মহম্মদ কাসিদ হুসেইন, রাজনগর থানার ওসি ইন্সপেক্টর তাপস দত্ত, রাজনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি তন্ময় মুখার্জীসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন। শিবিরে রাজনগর থানার ওসির কন্যাও রক্তদানে অংশ নেন।

দুর্গাপুজো কমিটিগুলির তরফে বহু রক্তদাতা শিবিরে অংশ নেন। আয়োজকরা আশা করছেন, এবারও শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করবেন। রক্তদাতাদের হাতে টিফিন প্যাকেট, হরলিক্স, পরিশ্রুত পানীয় জল, সার্টিফিকেট এবং চারাগাছ তুলে দেওয়া হয়।

মেডিকেল টিম উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক: প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার…

ByByKolkata NewsOct 26, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025

এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByKolkata NewsOct 26, 2025

নারীর সুরক্ষার দাবিতে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ ।

শিলিগুড়ি: রাজ্যে নারীদের সুরক্ষাহীনতার অভিযোগ তুলে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি শনিবার আয়োজিত করল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি।…

ByByKolkata NewsOct 25, 2025
Scroll to Top