
বীরভূমের রাজনগরে এ বছরও সফলভাবে সম্পন্ন হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৫। জেলার অন্যান্য এলাকার পাশাপাশি শনিবার রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও রাজনগর ব্লকের লাউজোড় হাইস্কুলে এই স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, শম্ভু বংশী স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং লাউজোড় হাইস্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা সফলভাবে আয়োজনের জন্য জেলা ইনচার্জ সমীরণ দে ও ব্লক কনভেনার অজয় মালী উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম মণ্ডল ও দিলীপ ডোমকে বিশেষভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি পরীক্ষার কাজে সহযোগিতা করা দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং অন্যান্য স্কুলের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
আয়োজকদের মতে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক সমীরণ দে ও অজয় মালীর বিশেষ ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
(রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)















