
রাজনগর, বীরভূম: ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে উপলক্ষে বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রিভেনশন উইক। সেই উপলক্ষ্যে সোমবার রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ সচেতনতা মূলক শিবির। উদ্যোগে ছিল ডিস্ট্রিক্ট মেন্টাল হেল্থ ইউনিট বীরভূম ও রাজনগর ব্লক গ্রামীণ হাসপাতাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর বিএমওএইচ ডাঃ তীর্থঙ্কর সিনহা, দুই কাউন্সেলর শৈলেন মন্ডল ও পূর্ণিমা ভান্ডারী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস, শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শিবিরে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার বার্তা দেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। মানসিক স্বাস্থ্য, চাপ মোকাবিলা ও সঠিক পরামর্শ নেওয়ার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। আয়োজনের মধ্যেই ছিল একটি প্রশ্নোত্তর পর্ব, যেখানে তিনজন ছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে পুরস্কৃত হয়।
অনুষ্ঠান শেষে রাজনগর বিএমওএইচ ডাঃ তীর্থঙ্কর সিনহা সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানান। তাঁর সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। উপস্থিতদের অনেকে জানান, এই ধরনের সচেতনতা শিবির ছাত্রীদের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস গঠনে বিশেষভাবে সহায়ক হচ্ছে।
স্থানীয় মহল উদ্যোগটিকে প্রশংসনীয় বলে অভিহিত করেছে।
(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)















