
রাজনগর, বীরভূম:
প্রতি বছরের মতো এবছরও টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের রাজনগর-খয়রাশোল প্রকল্পের উদ্যোগে পালিত হলো মীনমঙ্গল উৎসব ২০২৫। এবারের আয়োজন হয় ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের বান্দরবেড়িয়ায়।
ঘাটপারুলিয়া, বান্দরবেড়িয়া, সুদ্রাক্ষিপুর ও ভালকো সহ বিভিন্ন গ্রামের মানুষ, স্কুল পড়ুয়া, বিশিষ্টজন ও টেগোর সোসাইটির কর্মী— সব মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন উৎসবে। পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতেই মূলত এই উদ্যোগ, যার সূচনা করেছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী পান্নালাল দাশগুপ্ত।
দিনভর কর্মসূচির মধ্যে ছিল পদযাত্রা, বান্দরবেড়িয়া শাল নদীতে মাছ ছাড়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পদযাত্রা বান্দরবেড়িয়া ও সুদ্রাক্ষিপুর গ্রাম প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
গ্রামবাসী ও পরিবেশপ্রেমীরা এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)














