
দুর্গাপুর, রঘুনাথপুর মধুপল্লী: রবিবার সন্ধ্যায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কেঁপে উঠল দুর্গাপুরের রঘুনাথপুর মধুপল্লী এলাকা। স্থানীয় একটি সাইকেল সারাইয়ের দোকানে ধূপ থেকে আগুন লেগে মুহূর্তে ভয়াবহ আকার নেয় আগুন। দোকানের ভেতরে মজুদ রাখা রান্নার গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। বিস্ফোরণের জেরে পাশের বাড়ির কার্নিশ ও বিছানা উড়ে যায়।
এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দোকান মালিক ও এলাকার এক বাসিন্দা। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে, স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে রাস্তায় নেমে আসেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন উঠছে—এলাকার একটি সাধারণ সাইকেল সারাইয়ের দোকানে এতগুলো গ্যাস সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের মজুদ কোথা থেকে এলো?
স্থানীয় সূত্রে অভিযোগ, ওই দোকানেই নিয়মিত বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে রিফিলিং করা হতো। পাশাপাশি বেআইনিভাবে বিক্রি হতো পেট্রোল ও ডিজেলও। শুধু একটি নয়, আশপাশের আরও পাঁচটি দোকানে একইভাবে অবৈধভাবে গ্যাস রিফিলিং ও জ্বালানি বিক্রির অভিযোগ উঠেছে।
বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই প্রশ্ন তুলেছেন, “প্রশাসন সব জেনেও ব্যবস্থা নেয়নি কেন? এই ব্যর্থতার দায় পুলিশ ও তৃণমূলের।” তবে তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।
প্রশ্ন থেকেই যাচ্ছে—একটি জনবহুল এলাকায় প্রকাশ্যে কিভাবে দিনের পর দিন এভাবে বিপজ্জনক অবৈধ ব্যবসা চলতে পারে প্রশাসনিক নজরদারির বাইরে? ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রঘুনাথপুর মধুপল্লী এলাকায়।














