• Home
  • রাজ্য
  • গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল, ব্ল্যাক কোয়ার্টার আতঙ্কে গ্রামবাসী
Image

গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল, ব্ল্যাক কোয়ার্টার আতঙ্কে গ্রামবাসী

পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জে একের পর এক গবাদি পশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক দিনে অজানা কারণে গরুর মৃত্যুর ঘটনা বেড়েছে হঠাৎ করেই। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই ১৪টি গরু মারা গেছে। তবে সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০টি গরুর।

এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে প্রাণিসম্পদ দপ্তরের বিশেষজ্ঞ দল পৌঁছায়। অসুস্থ গরু এবং মৃত গরুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়া জনিত সংক্রমণেই মৃত্যু হচ্ছে গরুগুলির। হঠাৎ জ্বর, পেশীতে ফোলা বিশেষ করে বাছুরদের ক্ষেত্রে বেশি দেখা দিচ্ছে, আর তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটছে।

স্থানীয় বাসিন্দা তরুণ পাত্র জানান, “এখনো পর্যন্ত আমাদের গ্রামে ১৪টি গরু মারা গেছে। একের পর এক মৃত্যুতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এখন চিকিৎসা চলছে।”

প্রাণিসম্পদ দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বুধবার একটি টিম পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল থেকেও ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যেই প্রায় ২০০ গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতা থেকেও বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করেছেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আগামী কয়েক দিন ধরে ভ্যাকসিন দেওয়া হবে। নতুন করে যাতে আর কোনো মৃত্যুর ঘটনা না ঘটে, সেজন্য নজরদারি ও ক্যাম্প চালানো হচ্ছে।”

এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার জানান, “খবর রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে পৌঁছাতেই তিনি বিশেষ পদক্ষেপ নিয়েছেন। রাজ্য থেকেও টিম এসেছিল। আমাদের পক্ষ থেকেও নজরদারি চলছে।”

গ্রামবাসীরা আশাবাদী, দ্রুত পদক্ষেপে গবাদি পশুর মৃত্যুর এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবে গ্রাম।

Releated Posts

দার্জিলিং মোড়ে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি কোটি টাকার

শিলিগুড়ির দার্জিলিং মোড়ে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় কোটি টাকারও বেশি সম্পত্তি ভস্মীভূত…

ByByKolkata NewsOct 27, 2025

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক: প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার…

ByByKolkata NewsOct 26, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025

এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByKolkata NewsOct 26, 2025
Scroll to Top