
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : দুর্গাপুজোর আগে বর্ধমান শহরে এক রহস্যময় ঘটনা ঘিরে চাঞ্চল্য। রামকৃষ্ণপল্লী শিব কালী মন্দিরে হঠাৎই দেখা গেল আলতা মাখা ছোট ছোট পায়ের ছাপ। এই দৃশ্য দেখে ভক্তদের বিশ্বাস—মা কালী স্বয়ং আগমন ঘটিয়েছেন মন্দিরে।
শুক্রবার সকালে আরতির সময় এই ঘটনা সামনে আসে। মন্দিরের পুরোহিত জানান, আরতি শেষ করে তিনি যখন ঘুরে দাঁড়ান, তখনই লক্ষ্য করেন—মায়ের বেদি থেকে মন্দিরের মেঝে পর্যন্ত ছড়িয়ে রয়েছে আলতা মাখা ছোট পায়ের ছাপ। তবে মন্দিরে প্রবেশের সময় এই ছাপ চোখে পড়েনি তার। তাই পুরোহিতের দৃঢ় বিশ্বাস, আরতির সময়ই দেবীর অলৌকিক উপস্থিতি ঘটেছে।
এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। স্থানীয়রা ছুটে আসেন মন্দিরে। কেউ আবেগে কেঁদে ফেলেন, কেউ আবার মাথা নত করে প্রণাম করেন আলতা ছাপের সামনে। ভক্তদের দাবি, এটি মা কালীর স্পষ্ট অলৌকিক উপস্থিতি।
স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যরা জানান, রামকৃষ্ণপল্লীর এই কালী মন্দির দীর্ঘদিন ধরেই “জাগ্রত মন্দির” হিসেবে পরিচিত। বহু ভক্তের কামনা এখানে পূরণ হয়েছে বলেও শোনা যায়। সেই বিশ্বাস আরও দৃঢ় করল এই ঘটনার পর।
শুক্রবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভিড় উপচে পড়ছে। দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন মা কালীর অলৌকিক “আগমন” দর্শনের জন্য। ভক্তদের কথায়, বিশ্বাসেই মেলে দেবীর আশীর্বাদ, আর সেই বিশ্বাসেই মন্দির এখন ভাসছে ভক্তির সাগরে।














