
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন হঠাৎই বিক্ষোভে সরব হলেন প্রায় ১৫–২০ জন টেট প্রার্থী। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা অভিযোগ তোলেন, ২০২২ সালের টেট পরীক্ষা দেওয়ার পরও এখনো নিয়োগ পাননি তাঁরা। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের বক্তব্য পেশ করতে চাইলেও তাঁদের বাধা দেওয়া হয়। প্ল্যাকার্ডে লেখা ছিল— “দীর্ঘদিন বঞ্চিত, প্রাথমিক নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই।” মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই বিক্ষোভে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় সভাস্থলে।














