
পুজোর রেশ কাটতে না কাটতেই ফের উওরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আগে থেকেই উওরবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া অফিস। এর সঙ্গে সঙ্গেই প্রবল বৃষ্টির জেরে মালদহের ভূতনিতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে, গ্ৰামের মানুষ সর্বহারা হয়ে পড়েছে ভাঙনের ফলে। তাদের দুশ্চিন্তা এরপর প্রবল বৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইতিমধ্যেই বৃষ্টির জেরে উওরবঙ্গের পুজো কার্নিভালের সময়সূচি বদলানো হয়েছিল বলে জানা যায়।
লাগাতার বৃষ্টির জেরে উওরের বেশিরভাগ নদীর জল বেড়েছে মহানন্দা, তিস্তা, তোর্সা, রায়ডাকের। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিন অতিরিক্ত বৃষ্টিপাত হলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। পুজোর ছুটিতে প্রচুর পর্যটক উওরবঙ্গে তারা প্রবল সমস্যার সম্মুখীন হয়েছে।
একই সঙ্গে পর্যটকদের উওরবঙ্গে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস। শুধু উওরবঙ্গই নয় উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় নিম্নচাপ দেখা যাচ্ছে।
বৃষ্টি মুখরিত উওরবঙ্গেরর পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে তা এখনও জানাতে পারছে না আবহাওয়া অফিস। তবে আশা রাখা হয়েছে আগামী সোমবার, মঙ্গলবারেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।














