
বাংলার বিভিন্ন প্রান্তের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে শিল্পের ছোঁয়া ।তারই মধ্যে অন্যতম হলো তাহেরপুরের লক্ষ্মীর সরার। পোড়ামাটির এই সরা হাঁড়ির ঢাকনার মত দেখতে। আগে এই সরার উপরেই আঁকা হয় বিভিন্ন ধরনের দেবদেবীর ছবি । সেগুলো মূলত লক্ষ্মী ও বিভিন্ন দেবদেবীকে কেন্দ্র করেই হতো । বাংলায় বিভিন্ন জেলায় কম বেশি সরা আঁকা হলেও তাহেরপুরের নাম এ প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য। প্রায় ১৫-১৬ টা পরিবার মিলে এখানে সরাচিত্র আঁকেন। সরায় যে দেব-দেবীর ছবি আঁকা হয় সেগুলি হল দুর্গা-লক্ষ্মী-সরস্বতী-গণেশ-কার্তিক, রাধা-কৃষ্ণ, লক্ষ্মী-নারায়ণ, লক্ষ্মী, লক্ষ্মী-জয়া-বিজয়া প্রভৃতি।
যুগের সঙ্গে সঙ্গে সরার প্রচলন কমলেও তাহেরপুরের মানুষ এখনও বসে থাকে লক্ষ্মী লাভের আশায়। তবে আগেকার দিনে বনেদি বাড়ির লক্ষ্মী পুজোয় সরার খুব প্রচলন ছিল।
যুগের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও বাড়ছে কমছে সরার প্রচলন। আস্তে আস্তে মানুষ সরার ব্যবহার ও কমিয়ে দিয়েছে।














