• Home
  • ক্রাইম
  • পানাগড়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ২০, আশঙ্কাজনক ২
Image

পানাগড়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ২০, আশঙ্কাজনক ২

দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে রবিবার বিকেলে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসা মিনি বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হাড় বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, হাড় বোঝাই পিকআপ ভ্যানটি পানাগড় দিক থেকে ইলামবাজারের উদ্দেশে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুমকা থেকে বর্ধমানগামী একটি যাত্রীবাহী বাস আসছিল। সেই সময় লরিকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সোজাসুজি ধাক্কা খায়।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে পিকআপ ভ্যানের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরেই আটকে পড়ে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে চালককে বের করে আনেন পুলিশ ও স্থানীয়রা। আহতদের দ্রুত পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়।

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাজ্য সড়কে যান চলাচল। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ভ্যান সরিয়ে রাস্তা পরিষ্কার করলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিতে ওভারটেক করার চেষ্টা থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে। নিয়ম মেনে গাড়ি না চালানোর ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা— দাবি সচেতন মহলের।

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata NewsDec 23, 2025

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025
Scroll to Top