
র্যাম্পে ঝড় তুলে দিলেন ডেবোরা রায়! দিল্লির দ্বারকা সেক্টর-১৩-এর র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত চারদিনব্যাপী ‘ডি.কে. পেজেন্ট: প্রাইড অফ ইন্ডিয়া ২০২৫’-এ যেভাবে তিনি সকলের নজর কেড়েছেন, তাতে গোটা বাংলা গর্বিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের মধ্যে নিজের সৌন্দর্য, প্রতিভা এবং আত্মবিশ্বাসের জোরে ডেবোরা জিতে নিলেন “মিস ওয়েস্ট বেঙ্গল ২০২৫”-এর খেতাব। পাশাপাশি অর্জন করলেন “মিস ইন্ডিয়া তৃতীয় রানার-আপ” হওয়ার সম্মান। এখানেই শেষ নয় বিশেষ বিভাগে পেলেন “রেডিয়ান্ট স্কিন” পুরস্কারও।

ডেবোরার বাবা বাঙালি এবং মা দক্ষিণ কোরিয়ার অধিবাসী এই আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধনের ফলেই যেন ডেবোরার ব্যক্তিত্বে এসেছে এক অনন্য আকর্ষণ। র্যাম্পে তার লাবণ্য ও আত্মবিশ্বাসে মুগ্ধ হয়েছেন বিচারক থেকে দর্শক সকলেই।
নিজের সাফল্য সম্পর্কে ডেবোরা জানিয়েছেন, “আমি চাই আমার যাত্রা শুধু গ্ল্যামারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজে ইতিবাচক প্রভাব ফেলুক। ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাই। আমার বিশ্বাস, সৌন্দর্য কেবল রূপে নয়, শক্তি, সহানুভূতি আর উদ্দেশ্যের মধ্যেই তার আসল প্রকাশ।”

‘ডি.কে. পেজেন্ট: প্রাইড অফ ইন্ডিয়া ২০২৫’ এবছর বৈচিত্র্য ও প্রতিভার এক চমকপ্রদ মঞ্চে পরিণত হয়েছে। আর সেই মঞ্চেই নিজের স্বতন্ত্র জায়গা করে নিয়ে ডেবোরা রায় প্রমাণ করলেন বাংলা যে কোনও মঞ্চেই নিজের পরিচয় উজ্জ্বল করতে জানে।
বাংলার তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠলেন নতুন অনুপ্রেরণা, আত্মবিশ্বাস আর লক্ষ্য থাকলে সাফল্য অবশ্যম্ভাবী!














