
গত বেশ কয়েকদিন ধরেই উওরবঙ্গ সহ রাজ্যের বেশিরভাগ জায়গাতেই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। শুধু রাজ্যে নয় , দেশের বিভিন্ন জায়গাতেই ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে তা বেশিদিন স্থায়ী হয়নি, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে উওরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও , শিলিগুড়ি থেকেই দেখা গেলো কাঞ্চনজঙ্ঘা।
তবে সকাল থেকে হালকা বৃষ্টি হলেও তা কমে গেছে, যদিও আকাশ মেঘলা হয়েই রয়েছে। তবে সাধারণ মানুষের কথায় আজকের মধ্যেই আবহাওয়া স্থিতিশীল হয়ে উঠবে।
বিগত কয়েক দিন ধরেই অতিরিক্ত বৃষ্টির জেরে জল বেড়েছিল মহানন্দা, তিস্তা, তোর্সা, রায়ডাকের মত নদী গুলোতে তবে বৃষ্টি কমে যাওয়ায় নদী গুলো নিজের অবস্থায় ফিরে এসেছে।
পুজোর ছুটিতে বহু মানুষ উওরবঙ্গে ঘুরতে গেছিলো, তবে উওরের ভয়াবহ পরিস্থিতিতে তারা আটকে পড়ে। এবং অনেক মানুষ আহত হয়ে পড়েন এবং ৫ জনের মৃত্যু পর্যন্ত ঘটে। তবে আজ আবহাওয়া স্থিতিশীল হওয়ায় সকলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।














