
নাগরা কাটায় বিজেপি সাংসদ খগেন মুর্ম ও বিধায়ক শঙ্কর ঘোষের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মোদী, আর তাকেই এবার পাল্টা জবাব দিতে মমতার জবাব। তিনি বলেন উওরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তিনি রাজনীতি শুরু করেছেন। এমনি বক্তব্য মুখ্যমন্ত্রীর ।
প্রধানমন্ত্রীর বক্তব্যকে “সুবিধাবাদী রাজনৈতিক নাটকে” র সঙ্গে তুলনা করেছেন মমতা। এছাড়াও মনিপুর হিংসার ৯৬৪ দিন পর যাওয়া নিয়েও তাঁকে কটাক্ষ কটাক্ষ করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।

এছাড়াও তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক, যে ভারতের প্রধানমন্ত্রী ঠিকমতো তদন্ত না করেই একটা প্রাকৃতিক ঘটনাকে নিয়ে রাজনীতর চেষ্টা করছেন”।
পাশাপাশি তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসন ও রাজ্য পুলিশ যখন ত্রাণ, উদ্ধারকার্যে ব্যস্ত, তখন বিজেপির নেতারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন। তাও স্থানীয় পুলিশ-প্রশাসনকে কোনো তথ্য না দিয়েই”। এই ঘটনার জন্য রাজ্য প্রশাসনকে , স্থানীয় পুলিশ বা রাজ্য সরকারকে কীভাবে দোষারোপ করা যেতে পারে এই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।














