• Home
  • রাজ্য
  • পরিবারে শান্তি ফেরাতে ও মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় লিখিত ডেপুটেশন দিলেন শতাধিক মহিলা ।
Image

পরিবারে শান্তি ফেরাতে ও মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় লিখিত ডেপুটেশন দিলেন শতাধিক মহিলা ।

কাঁকসা, বর্ধমান: কোজাগরী লক্ষ্মীপূজোর রাতে এক ভিন্ন চিত্র দেখা গেল কাঁকসার সিলামপুর কাঁটাবাগান এলাকায়। পূজোর সাজে নয়, প্রতিবাদের স্লোগানে মুখর হয়ে উঠল এলাকা। মদ খাওয়া ও বিক্রির প্রতিবাদে শতাধিক গৃহবধূ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে দাবি তুললেন “ঘরে শান্তি চাই, মদ চাই না!”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় দেশি ও চোলাই মদের অবাধ বিক্রি চলছে। সেই মদ খেয়ে এলাকার বহু যুবক পরিবারে অশান্তি সৃষ্টি করছে, মারধর করছে স্ত্রী ও পরিবারের সদস্যদের উপর। বহু পরিবার অর্থকষ্টে ভুগছে কারণ উপার্জনের অধিকাংশ টাকা মদের পিছনেই খরচ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গ্রামের মহিলারা একজোট হয়ে থানায় বিক্ষোভে সামিল হন।

এদিন বিক্ষোভের পাশাপাশি কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি লিখিত ডেপুটেশন জমা দেন কাঁটাবাগানের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা পিন্টু পাল বলেন, “আমরা মদ বিক্রি বন্ধ করতে গেলেই মদ বিক্রেতারা আমাদের হুমকি দেয়। মদ খেয়ে অনেক যুবক রোজ দুর্ঘটনার শিকার হচ্ছে, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। তাই ঘরের শান্তি ফেরাতে আজ গৃহবধূরাই রাস্তায় নেমেছেন।”

তবে বিক্ষোভকারীরা প্রশাসনের উপর আস্থা রেখেছেন। তাঁদের বক্তব্য, যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

কোজাগরী লক্ষ্মীপূজোর দিনে এভাবে গৃহবধূদের প্রতিবাদ নজিরবিহীন বলেই মনে করছেন এলাকাবাসী। তাঁদের একটাই দাবি “মদ বন্ধ হোক, ঘরে ফেরুক শান্তি আর লক্ষ্মী।”

Releated Posts

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক: প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার…

ByByKolkata NewsOct 26, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025

এনজেপির হোটেল থেকে উদ্ধার মৃ*তদেহ, নিখোঁজ স্বামী, তদন্তে পুলিশ ।

নিজস্ব সংবাদদাতা: নিউ জলপাইগুড়ি: এনজেপির একটি হোটেল থেকে উদ্ধার হল বিহারের এক মহিলার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByKolkata NewsOct 26, 2025

নারীর সুরক্ষার দাবিতে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ ।

শিলিগুড়ি: রাজ্যে নারীদের সুরক্ষাহীনতার অভিযোগ তুলে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি শনিবার আয়োজিত করল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি।…

ByByKolkata NewsOct 25, 2025
Scroll to Top