
ভয়ঙ্কর অবস্থায় উওরবঙ্গ! একাধিক এলাকা জলের তলায়, আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা সহ পর্যটকরা। সেই মতোই প্রশাসন উদ্ধারকাজ এগিয়ে নিয়ে গিয়েছে, আর এই পরিস্থিতিতে থেকে সকলের একটাই প্রশ্ন কার্নিভাল কেন বন্ধ হলো না। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ।
আর তাদের প্রশ্নের জবাব দিতেই মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে কার্নিভাল নিয়ে বলেন তিনি। জবাবে তিনি বলেন, কার্নিভাল বাংলার গর্ব। উপস্থিত ছিলেন বিদেশিরা , শেষ মুহূর্তে তা বাতিল করা সম্ভব ছিল না।

এছাড়াও তিনি বলেন, তিনি সেখানে গেলে পুলিশ – প্রশাসন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। ফলে তা উদ্ধারকার্যে প্রভাব পড়তে পারত , যা মোটেও কাম্য নয় । গত রবিবার রেড রোডে ছিল দূর্গাপূজা কার্নিভাল, আর শনিবার রাতভর প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে উওরবঙ্গ। ফলে বিরোধী দলের নানা ধরনের প্রশ্নের জবাব দিতে হচ্ছে তাকে ।
এও জানান তিনি কার্নিভাল বন্ধ হলে হত না , এতগুলো ক্লাব আশা করে ছিল এছাড়া প্রচুর বিদেশিরা এসেছিলেন শেষ মুহূর্তে কীভাবে সম্ভব হয় তা বন্ধ করার।














