
মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: বীরভূম জেলার গাইসাড়ায় অবস্থিত খানকাহে বোখারিয়ায় সম্প্রতি এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভার মূল আহ্বায়ক ছিলেন গাইসাড়ার পীর সাহেব সৈয়দ সইফুল হোসেন বোখারী। জানা গেছে, “আই লাভ মোহাম্মদ” বিষয়ক নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করেই এই সভার আয়োজন করা হয়।
রাজনগর ব্লকসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বিপুল সংখ্যক ভক্ত, অনুরাগী ও ইসলাম ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন এদিনের সভায়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্মাবলম্বীদের উপর চলা বিভিন্ন রাজ্যের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

পীর সাহেব সৈয়দ সইফুল হোসেন বোখারী জানান, “আই লাভ মোহাম্মদ” বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের উপর অযৌক্তিক দমন-পীড়ন চালানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। এই প্রেক্ষিতে গণস্বাক্ষর সংগ্রহ করে একটি ডেপুটেশন বীরভূমের জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির নিকট পাঠানো হবে বলেও তিনি জানান।
সভায় বক্তব্য রাখেন পীর সাহেব সইফুল হোসেন বাবু ছাড়াও একাধিক বিশিষ্ট আলেম-উলেমা, মসজিদের ইমাম, হাফেজ, মৌলানা ও সমাজকর্মীরা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ধর্মীয় বিশ্বাস প্রকাশ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু সম্প্রতি কিছু রাজ্যে সেই অধিকারের অবমাননা ঘটছে। তাঁরা প্রশাসনের কাছে দাবি জানান, সংবিধান ও গণতন্ত্রের মর্যাদা রক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকার যেন অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে।
সভা শেষে পীর সাহেব সকলের প্রতি শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের প্রতিবাদ সর্বদা শান্তিপূর্ণ ও আইনসম্মত থাকবে। আমরা গণতান্ত্রিক পথেই আমাদের দাবি তুলে ধরব।”
গাইসাড়ার এই প্রতিবাদ সভা ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের বার্তা বহন করেছে বলে মত স্থানীয় পর্যবেক্ষকদের।














