• Home
  • রাজ্য
  • শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?
Image

শিলিগুড়ির প্রিয় প্রেক্ষাগৃহ দীনবন্ধু মঞ্চ, গৌরবময় ইতিহাস কি ধূসর হচ্ছে আধুনিকতার ছায়ায়?

শিলিগুড়ি নিউজ ডেস্ক:

প্রায় ৩৬ বছর আগে শিলিগুড়ি পেয়েছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের এক নতুন সম্পদ। কলকাতার নন্দনের পর বাংলার দ্বিতীয় “নন্দন” হিসাবে খ্যাতি অর্জন করেছিল শহরের মাঝখানে অবস্থিত দীনবন্ধু মঞ্চ। সরকারি এই প্রেক্ষাগৃহ একসময় জনপ্রিয়তার এমন শিখরে পৌঁছেছিল যা শিলিগুড়ির তাবড় সমস্ত বেসরকারি সিনেমা হলগুলিকেও হার মানাত।

দীনবন্ধু মঞ্চে একের পর এক বাংলা, হিন্দি এবং ইংরেজি চলচ্চিত্র মুক্তি পেত। সেই সাথে অনুষ্ঠিত হত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটিদের উপস্থিতি জমজমাট করে তুলত এই প্রেক্ষাগৃহের অন্দরমহল। টিকিটের দাম সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যেই থাকত, ফলে পরিবার সহ বহু দর্শক সহজেই উপভোগ করতে পারতেন সিনেমার আসর।

সোনালি সময় পেরিয়ে ম্লান বর্তমান

যদিও এক সময় জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, বর্তমানে সেই গৌরবময় দিনগুলি যেন অনেকটাই ফিকে। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স ও অন্যান্য ওটিটি মাধ্যম হাতে নেওয়ার পর দর্শকদের সিনেমা হলমুখী হওয়া উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দীনবন্ধু মঞ্চের কর্মরত আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, দর্শক সংখ্যা এতটাই নগণ্য যে নিয়মিত সিনেমা প্রদর্শন করাটাই ঝুঁকির পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

নবরূপে ফিরে আসা, তবুও চ্যালেঞ্জ রয়ে গেছে

রাজ্য সরকারের সহযোগিতায় দীনবন্ধু মঞ্চ ও তথ্যকেন্দ্র নবীকরণ করা হলেও কাঙ্খিত দর্শকপ্রবাহ এখনও ফিরে আসেনি। ফলে প্রশ্ন উঠছে, আবার কি আগের গৌরব ফিরে পাবে শিলিগুড়ির অতি প্রিয় এই প্রেক্ষাগৃহ?

দায়িত্ব শিলিগুড়িবাসীর

সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্নে শিলিগুড়ির মানুষের আবেগ নিঃসন্দেহে দীনবন্ধু মঞ্চের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক কোথা থেকে নতুন করে পথচলা শুরু করতে হবে তা হয়তো স্পষ্ট নয়, তবে এই মঞ্চকে আবার প্রাণবন্ত করে তোলার দায়িত্ব শেষ পর্যন্ত শিলিগুড়িবাসীর হাতেই।

শিলিগুড়ির এই ঐতিহ্য কি আবার ফিরে পাবে পূর্বের সম্মান ও জনপ্রিয়তা? উত্তর খুঁজছে শহর, সময় এবং সংস্কৃতিপ্রেমী মানুষ।

Releated Posts

২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি, ভালোবাসায় ৫০ বছরের পথচলা রাধা বেকারির ।

শিলিগুড়ি: সময়ের সঙ্গে বদলে গেছে শহরের চেহারা, বদলেছে ব্যবসার ধরনও। আধুনিক সাজ, ঝাঁ চকচকে কেক শপ, অনলাইন অর্ডারের…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025

রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন

রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী…

ByByKolkata NewsDec 16, 2025
Scroll to Top