শিলিগুড়ির দার্জিলিং মোড়ে গভীর রাতে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় কোটি টাকারও বেশি সম্পত্তি ভস্মীভূত হয়েছে বলে দাবি করা হয়েছে। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, যদিও প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
রবিবার দোকান বন্ধ থাকায় ঘটনাটি প্রথমে কেউ টের পাননি। পরে আগুনের দাপট চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষজন ছুটে এসে বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাদের সেই প্রচেষ্টা কোনো কাজে আসেনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং দোকানের চারপাশে আতঙ্কের সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের খবর দমকল বিভাগে পৌঁছাতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে দমকল পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। পরে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
দোকানটির মালিক জানিয়েছেন যে, ওই ফার্নিচারের দোকানটি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আসবাবপত্র সরবরাহ করত। দোকানে কোটি টাকার মালামাল মজুত ছিল, যা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও আশপাশের অন্যান্য দোকান বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে, তথাপি আগুনের তাপে অনেক সামগ্রী ও দোকানের দেওয়াল কালো হয়ে গেছে।
ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। রাতের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দমকলের বিলম্বিত উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।













