• Home
  • ক্রাইম
  • আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব ও হুমকি, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজনগর থানায় বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন
Image

আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব ও হুমকি, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাজনগর থানায় বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম

আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব, হুমকি এবং অশালীন আচরণের প্রতিবাদে উত্তাল রাজনগর। বুধবার রাজনগর থানায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সভাপতি ধ্রুব কুমার সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা এবং ব্লক নেতৃত্ব অনুপ গরাঁই, শ্যামল গোস্বামী সহ অন্যান্যরা। মিছিল করে থানার সামনে পৌঁছে তাঁরা ডেপুটেশন জমা দেন। পরে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান বিজেপি নেতারা।

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজনগর থানার পুলিশ এই ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম ধ্রুব ভান্ডারী এবং কৌশিক রায়। স্থানীয়দের দাবি, কৌশিক হলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লকের সহসভাপতি রানা প্রতাপ রায়ের পুত্র।

বিজেপির দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আরও যারা যুক্ত রয়েছে তাদেরও গ্রেপ্তার করতে হবে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, শুধুমাত্র দুজনকে গ্রেপ্তার করলেই চলবে না, ষড়যন্ত্রকারী হিসেবে ব্লকের বড় তৃণমূল নেতাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিজেপির জেলা সভাপতি ধ্রুব কুমার সাহা সহ অন্যান্য বিজেপি নেতারাও ব্লক তৃণমূল নেতা সুকুমার সাধুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে কড়া মন্তব্য করেন। তাঁদের বক্তব্য, আদিবাসী কন্যাদের সম্মান রক্ষার্থে দল রাস্তায় নেমেছে এবং এই লড়াই চলবে যতদিন না সকল অভিযুক্ত আইনের আওতায় আসে।

ঘটনা নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

Releated Posts

নির্দেশ অমান্য, শিলিগুড়িতে অবাধে নাম্বারবিহীন টোটো চলাচল

শিলিগুড়ি: প্রশাসনের কড়া নির্দেশ এবং একাধিক বৈঠকের পরও শিলিগুড়িতে টোটো চলাচল সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। নাম্বারবিহীন টোটো চলাচল…

ByByKolkata NewsOct 28, 2025

বাউন্সার নিয়ে ছটঘাটে হাজির বিজেপি কাউন্সিলর অনিতা মাহাতো, বিরোধীদের কটাক্ষ

শিলিগুড়ি: ছট পুজোর দিন বাউন্সারদের নিয়ে ছটঘাটে পৌঁছালেন শিলিগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনিতা মাহাতো। তাকে…

ByByKolkata NewsOct 28, 2025

ছট পুজোর বস্ত্র বিতরণে হুড়োহুড়ি, আতঙ্ক শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাটে

শিলিগুড়ি: ভোর তিনটে থেকেই লালমোহন মৌলিক ঘাটে শুরু হয় ছট পুজোর আয়োজন। সকালেই উপস্থিত হয়ে যান ছট ব্রতীরা।…

ByByKolkata NewsOct 28, 2025

মাত্র ১৬ দিনে নির্মাণ: দুধিয়ায় প্রস্তুত ৪৬৮ মিটার হিউম পাইপ ব্রিজ

বিশেষ সংবাদদাতা, দার্জিলিং দার্জিলিং জেলার দুধিয়া অঞ্চলে বহু প্রতীক্ষিত বিকল্প হিউম পাইপ ব্রিজের নির্মাণকাজ অবশেষে সম্পূর্ণ হয়েছে। আগামীকাল…

ByByKolkata NewsOct 27, 2025
Scroll to Top