• Home
  • দেশ-বিদেশ
  • সিকিমে ভেজা আবর্জনা ফেললেই ৫০০০ টাকা জরিমানা
Image

সিকিমে ভেজা আবর্জনা ফেললেই ৫০০০ টাকা জরিমানা

সিকিম: পরিবেশরক্ষায় এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে দেশের অন্যতম আদর্শ রাজ্য সিকিম আবারও কড়া পদক্ষেপ গ্রহণ করল। রাজ্য সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে, রাস্তায় বা জনসমাগমস্থলে ভেজা আবর্জনা ফেললেই ৫০০০ টাকা জরিমানা করা হবে। নতুন নিয়মে পর্যটকরাও কোনও ছাড় পাবেন না। সরকারের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

সিকিম সরকারের মতে, প্রতি বছর অসংখ্য পর্যটক ভ্রমণে এসে এলাকাকে নোংরা করে রেখে যান। সেই আচরণ দমন করতেই বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই রাজ্যকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছিল। সম্প্রতি সরকার স্পষ্ট এবং কঠোর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, আবর্জনা ফেলা বরদাস্ত করা হবে না। যে কোনও ব্যক্তিকে নিয়ম না মানলে জরিমানা দিতে হবে।

সিকিম বরাবরই পরিচ্ছন্নতার প্রতি অত্যন্ত সচেতন। প্লাস্টিকমুক্ত রাজ্য হিসেবে ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার নতুন নিয়ম কার্যকর করে আরও এক ধাপ এগোল সরকার। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু সিকিম নয়, অন্যান্য পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলির কাছেও উদাহরণ তৈরি করবে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারের এই সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। পাশাপাশি পর্যটকদেরও দায়িত্বশীল আচরণ শেখাতে প্রয়োজন এমন ব্যবস্থা। সিকিম সরকার এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করবে বলে ইতিমধ্যেই জানিয়েছে। রাজ্যবাসীর আশা, এই উদ্যোগ আগামী দিনে সিকিমকে আরও পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Releated Posts

মাত্র ১৬ দিনে নির্মাণ: দুধিয়ায় প্রস্তুত ৪৬৮ মিটার হিউম পাইপ ব্রিজ

বিশেষ সংবাদদাতা, দার্জিলিং দার্জিলিং জেলার দুধিয়া অঞ্চলে বহু প্রতীক্ষিত বিকল্প হিউম পাইপ ব্রিজের নির্মাণকাজ অবশেষে সম্পূর্ণ হয়েছে। আগামীকাল…

ByByKolkata NewsOct 27, 2025

এভারেস্ট বেস ক্যাম্পে রায়গঞ্জের জয়িতা, ইতিহাস গড়লেন জেলার প্রথম মহিলা হিসেবে ।

রায়গঞ্জের ইতিহাসে যুক্ত হল নতুন এক স্বর্ণালী অধ্যায়। প্রথমবারের জন্য রায়গঞ্জ থেকে কোনও মহিলা এভারেস্ট বেস ক্যাম্প (Everest…

ByByKolkata NewsOct 26, 2025

বর্ধমান জংশনে যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ, নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে লোকাল ছাড়ার নতুন নিয়ম চালু করল পূর্ব রেল

বর্ধমান, ১৮ অক্টোবর : যাত্রী সুরক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। সম্প্রতি বর্ধমান জংশন রেলস্টেশনের…

ByByKolkata NewsOct 18, 2025

ভারত ও ব্রিটিশ সম্পর্ক নতুন উচ্চতায়, বৈশ্বিক স্থিতিশীলতার ভিত্তি হবে অংশীদারিত্ব – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

নয়াদিল্লি, বৃহস্পতিবার: ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের…

ByByKolkata NewsOct 10, 2025
Scroll to Top