• Home
  • দেশ-বিদেশ
  • সিকিমে ভেজা আবর্জনা ফেললেই ৫০০০ টাকা জরিমানা
Image

সিকিমে ভেজা আবর্জনা ফেললেই ৫০০০ টাকা জরিমানা

সিকিম: পরিবেশরক্ষায় এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে দেশের অন্যতম আদর্শ রাজ্য সিকিম আবারও কড়া পদক্ষেপ গ্রহণ করল। রাজ্য সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে, রাস্তায় বা জনসমাগমস্থলে ভেজা আবর্জনা ফেললেই ৫০০০ টাকা জরিমানা করা হবে। নতুন নিয়মে পর্যটকরাও কোনও ছাড় পাবেন না। সরকারের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

সিকিম সরকারের মতে, প্রতি বছর অসংখ্য পর্যটক ভ্রমণে এসে এলাকাকে নোংরা করে রেখে যান। সেই আচরণ দমন করতেই বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই রাজ্যকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়ন পিছিয়ে যাচ্ছিল। সম্প্রতি সরকার স্পষ্ট এবং কঠোর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, আবর্জনা ফেলা বরদাস্ত করা হবে না। যে কোনও ব্যক্তিকে নিয়ম না মানলে জরিমানা দিতে হবে।

সিকিম বরাবরই পরিচ্ছন্নতার প্রতি অত্যন্ত সচেতন। প্লাস্টিকমুক্ত রাজ্য হিসেবে ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার নতুন নিয়ম কার্যকর করে আরও এক ধাপ এগোল সরকার। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু সিকিম নয়, অন্যান্য পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলির কাছেও উদাহরণ তৈরি করবে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারের এই সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। পাশাপাশি পর্যটকদেরও দায়িত্বশীল আচরণ শেখাতে প্রয়োজন এমন ব্যবস্থা। সিকিম সরকার এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করবে বলে ইতিমধ্যেই জানিয়েছে। রাজ্যবাসীর আশা, এই উদ্যোগ আগামী দিনে সিকিমকে আরও পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata NewsDec 23, 2025

সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে সিউড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির ।

পতিত পাবন বৈরাগ্য ও সফিউল আলমের রিপোর্ট , সিউড়ী, বীরভূম: বীরভূম জেলার সদর শহর সিউড়ীতে মানবিকতার এক অনন্য…

ByByKolkata NewsDec 14, 2025

সিউড়িতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির, মানবিক উদ্যোগে এ কে আই ফাউন্ডেশন ।

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক পদক্ষেপ। সিউড়ির শালবুনিতে ছবির…

ByByKolkata NewsNov 23, 2025

গলসিতে সর্পদংশনে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামে ।

কোলকাতা নিউজ, পূর্ব বর্ধমান: সরলতা আর অসচেতনতার কারণে অকালে ঝরে গেল একটি ফুটফুটে প্রাণ। পূর্ব বর্ধমান জেলার গলসির…

ByByKolkata NewsNov 22, 2025
Scroll to Top