• Home
  • ক্রাইম
  • শিলিগুড়িতে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার তিন কুখ্যাত মাদক পাচারকারী ।
Image

শিলিগুড়িতে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার তিন কুখ্যাত মাদক পাচারকারী ।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:

শিলিগুড়ি শহরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিনজনেরই বাড়ি শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, তারা শহরের প্রধাননগর ও তিনবাতি মোড়ে গত কয়েক মাস ধরে গোপনে মাদক কারবার চালাচ্ছিল।

তদন্তে জানা গিয়েছে, এই তিনজন প্রধাননগরে একটি ভাড়া বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার সরবরাহের রমরমা ব্যবসা চালাত। তাদের খোঁজে পুলিশ বহুদিন ধরেই নজরদারি চালাচ্ছিল। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতরাতে পুলিশ অভিযানে নামে এবং তাদের হাতেনাতে পাকড়াও করে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল। তবে, প্রমাণের অভাবে তারা প্রতিবারই ছাড়া পেয়ে যেত। এবার পুলিশের হাতে মাদকসহ ধরা পড়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কড়া মামলা দায়ের করা হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, এই তিন অভিযুক্ত স্থানীয় বেশ কিছু বেকার যুবককে টাকার প্রলোভন ও নানা প্রতিশ্রুতি দিয়ে মাদক পাচারের কাজে যুক্ত করেছিল। প্রধাননগর ও আশপাশের এলাকায় তাদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল বলেই জানাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনে শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে একাধিক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকেই কুখ্যাত অপরাধী। পুলিশের দাবি, এই তিনজনকে ধরার পর শহরে ব্রাউন সুগারের একটি বড় চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।

ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata NewsDec 23, 2025

‘রামচন্দ্রকে মুসলিম বলা অপমানজনক’ – দুর্গাপুরে মদন মিত্রের বিরুদ্ধে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ

দুর্গাপুর: তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রর বিরুদ্ধে রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে সামিল হল সনাতনী ঐক্য…

ByByKolkata NewsDec 21, 2025

২০২৬ এর আগে বাংলাকে অশান্ত করার ছক, বিহার থেকে ৫৫টি বাইক আসা ঘিরে বর্ধমান স্টেশনে তৃণমূলের বিক্ষোভ ।

পূর্ব বর্ধমান: বিহার থেকে বর্ধমানে একসঙ্গে ৫৫টি বাইক আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন চত্বরে। শহর…

ByByKolkata NewsDec 21, 2025

এলাকাদখলের লড়াইয়ে বোমা-গুলিতে মৃত্যু অষ্টম শ্রেণির কিশোরীর, ইসলামপুরে চরম উত্তেজনা ।

উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এলাকাদখলের লড়াইয়ের…

ByByKolkata NewsDec 14, 2025
Scroll to Top