
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
শিলিগুড়ি শহরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের। ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিনজনেরই বাড়ি শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, তারা শহরের প্রধাননগর ও তিনবাতি মোড়ে গত কয়েক মাস ধরে গোপনে মাদক কারবার চালাচ্ছিল।
তদন্তে জানা গিয়েছে, এই তিনজন প্রধাননগরে একটি ভাড়া বাড়িতে থেকে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার সরবরাহের রমরমা ব্যবসা চালাত। তাদের খোঁজে পুলিশ বহুদিন ধরেই নজরদারি চালাচ্ছিল। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতরাতে পুলিশ অভিযানে নামে এবং তাদের হাতেনাতে পাকড়াও করে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল। তবে, প্রমাণের অভাবে তারা প্রতিবারই ছাড়া পেয়ে যেত। এবার পুলিশের হাতে মাদকসহ ধরা পড়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কড়া মামলা দায়ের করা হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, এই তিন অভিযুক্ত স্থানীয় বেশ কিছু বেকার যুবককে টাকার প্রলোভন ও নানা প্রতিশ্রুতি দিয়ে মাদক পাচারের কাজে যুক্ত করেছিল। প্রধাননগর ও আশপাশের এলাকায় তাদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল বলেই জানাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনে শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে একাধিক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকেই কুখ্যাত অপরাধী। পুলিশের দাবি, এই তিনজনকে ধরার পর শহরে ব্রাউন সুগারের একটি বড় চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।
ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।














