আগামীকাল থেকে শুরু হচ্ছে sir আর আমাদের দায়িত্ব হয়ে গেল অনেকটাই বেশী। জানালেন শিলিগুড়িতে প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তি নি জানালেন বিজেপি চাইবে বাংলা থেকে বাঙ্গালীদের তাড়াতে। তৃণমূল কংগ্রেস এটা কোনভাবে হতে দেবে না। কারণ বাঙ্গালীদের রক্ষার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন যা হয় হোক বাংলা থেকে একজন বাঙালি কেও হারানো হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এত বছর ধরে যারা বাংলাতে বসবাস করছেন , তাদের কিভাবে সরানো হবে? বিজেপি বিধানসভা ভোটের আগে বাংলাকে ছিন্নভিন্ন করার চক্রান্ত শুরু করেছে। যেটা আমরা বাঙালিরা কিছুতেই কোনভাবে মেনে নেব না। আগামীকাল থেকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক অনেক বেড়ে গেল।
আমাদের এক মাস পাহারা দিতে হবে। এই বাংলাকে রক্ষা করতে হবে। বি এল ও দের দায়িত্ব অনেক বেড়ে গেল, সতর্কভাবে কাজ করতে হবে। অন্যথায় যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমরা সবাই আসুন একসাথে ঝাঁপিয়ে পড়ি , এই বাংলাকে রক্ষা করতে। বাঙ্গালীদের আত্মসম্মান কে বাঁচাতে, বাঙ্গালীদের অস্তিত্ব বিপন্ন হওয়া থেকে বাঁচাতে।














