
আজকে থেকে শুরু হল SIR বাড়িতে বাড়িতে BLO রা। আজকে থেকে শুরু SIR বাড়িতে বাড়িতে যাচ্ছেন বলো রা। বাড়িতে বাড়িতে গিয়ে আজকে প্রথম দিনে তারা প্রথমে দেখবেন কাগজপত্র, এবং ফর্ম দিয়ে যাবেন, এরপর নির্দেশ দিয়ে যাবেন কোথায় কিভাবে কি করতে হবে। যাদের যাদের ২০০২ এ ভোটার লিস্ট এ নাম নেই তাদের কি করনীয় সেটাও বলে দেবেন তারা।
আজকে সকাল থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। সব পরিবর্তন হয়ে যাবার জন্য আমাদের একটু সমস্যা তৈরী হচ্ছে। আজকে থেকে আমাদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে আজকে সকাল থেকেই BLO রা চলে যান বাড়িতে বাড়িতে জিজ্ঞাসাবাদ শুরুও করে দিয়েছেন তারা।
অনেক ওয়ার্ড এই একটা সমস্যা দেখা দিয়েছে তখন ওয়ার্ড ছিল অনেক বড়ো, যেটা এখন একেবারে ছোট হয়ে গেছে। কিন্তু তখন যাদের নাম ছিল তারাও তো আসছেন, তাই এই কাজ করতে প্রচুর সমস্যা, জানালেন এক BLO। তবে চেষ্টা করছি আমরা জানালেন তারা।














