
শিলিগুড়িতে ভক্তিনগর পুলিশের সহযোগিতায় ডায়মন্ড হারবার থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিজিৎ সাহা নামের এক প্রতারককে। রায়গঞ্জের বাসিন্দা হলেও অভিজিৎ দীর্ঘদিন শিলিগুড়িতে থাকতেন।
অভিযোগ, তিনি ডায়মন্ড হারবারে ব্যক্তিগত কাজে গিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণা চালান। প্রতারণার ক্ষেত্রে কত টাকা কারচুপি হয়েছে এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত শিলিগুড়ি আসার পর কোথায় থেকে কিভাবে প্রতারণার জাল তৈরি করেছেন, সেই দিকেও নজর রাখছে তদন্তকারী দল।
পুলিশ বলছে, ধাপে ধাপে তার গতিবিধি এবং আর্থিক লেনদেনের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। শিলিগুড়ি ও কলকাতায় তার কর্মকাণ্ডের বিস্তৃত তদন্ত চলছে। শীঘ্রই বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।














