
বোকাখাটের ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেটের মহামঞ্চে, উমা চেত্রির যাত্রা এখন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ভারতের জার্সিতে প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জেতে উমা চেত্রি হয়ে উঠলেন আসাম ও উত্তর-পূর্ব ভারতের গর্ব।
তার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, পরিবার, কোচ, আসাম রাজ্য ও উত্তর-পূর্ব ভারতের প্রতিটি ক্রিকেটপ্রেমীর স্বপ্নও পূর্ণ করল। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আবেগের প্রতিফলন এই সাফল্যে প্রতীয়মান।
ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য উমার উদাহরণ অনুপ্রেরণার এক নতুন অধ্যায় হয়ে থাকবে। ইতিহাস প্রমাণ করল, সঠিক দৃষ্টিভঙ্গি এবং চেষ্টা থাকলে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আজ এবং চিরকাল, উমা চেত্রি আসামের গর্ব হিসেবে সকলের হৃদয়ে উজ্জ্বল থাকবেন।
















