
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সমাজে শিক্ষার আলো ছড়িয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের লক্ষ্যে রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি আয়োজন করল এক অনন্য শিক্ষামূলক উদ্যোগ “মেধাবৃত্তি প্রকল্প”-এর শুভ সূচনা অনুষ্ঠান। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা যাত্রাকে আরও মজবুত করা।
অনুষ্ঠানের শুরু হয় ছোট ছোট শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে, যা অনুষ্ঠানে আনন্দের এক বিশেষ মাত্রা যোগ করে। এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণির ২৮ জন মেধাবী ছাত্রছাত্রীকে প্রদান করা হয় সোলার স্টাডি ল্যাম্প, যাতে তারা নিরবচ্ছিন্নভাবে অধ্যয়ন চালিয়ে যেতে পারে। রোটারি ক্লাব বিশ্বাস করে, বিদ্যুতের অভাব যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সুপ্রিয় লোধ, ইন্দ্রজিৎ দাস, ও গৌর সুন্দর সরকার। তাঁদের সঙ্গে ছিলেন রোটারিয়ান সৈনিক দাস, নমিত মুতসুদ্দি, অতনু ব্যানার্জি, কৃষ্ণা, ও আনন্দ মিশ্র। এই প্রকল্পের সভাপতিত্ব করেন শ্রী সৌমিত্র মণ্ডল, যাঁকে বিশেষ সম্মানে ভূষিত করেন ক্লাব সভাপতি রোটারিয়ান রঞ্জনা মুতসুদ্দি।
রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছির পক্ষ থেকে RCC ফেরিওয়ালা-র সভাপতি সৌমিত্র মণ্ডলকে তাঁর আন্তরিক সহযোগিতা, সমর্থন ও আতিথেয়তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।
শিক্ষার প্রতি এই নিবেদন শুধু একটি প্রকল্প নয়, বরং সমাজে পরিবর্তনের এক অঙ্গীকার। রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি এই উদ্যোগের মাধ্যমে প্রমাণ করেছে, একসাথে কাজ করলে সমাজের প্রতিটি তরুণ মন আলোকিত হতে পারে। ক্লাবের মূল বার্তা “আলো ছড়াও, আশার সেতু গড়ো” এই দিনটি আরও অর্থবহ করে তুলেছে।














