
মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ কিসামত দশগ্রামে এক যুবকের আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম প্রীতম কুমার বর্মন (বয়স আধার অনুযায়ী ১৭ বছর ৫ মাস, যদিও স্থানীয়দের দাবি তিনি প্রাপ্তবয়স্ক)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের ঘরে ফ্যানের হুকে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রীতম। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রীতম বিবাহিত। বাবা-মা ভিনরাজ্যে কর্মরত, স্ত্রী কয়েকদিন আগে বাপের বাড়ি গিয়েছেন। প্রাথমিকভাবে অনুমান, সাংসারিক কারণেই এই আত্মহত্যা। ঘটনাটি তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।














