
শিলিগুড়িতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। বুধবার রাতে প্রধাননগর এলাকা থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ তিনজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায়। দীর্ঘদিন ধরে তারা প্রধাননগর ও তিনবাতি এলাকায় ভাড়া বাড়ি নিয়ে ব্রাউন সুগারের ব্যবসা চালাচ্ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই এই চক্রের উপর নজরদারি চলছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকেই হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে, যদিও প্রমাণের অভাবে তারা আগেও জামিনে মুক্তি পেয়েছিল।
তদন্তে জানা গেছে, এই চক্র এলাকার বেশ কিছু বেকার যুবককে টাকার প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসায় যুক্ত করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযানে আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি ও আশেপাশে পরপর মাদক উদ্ধার এবং গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। পুলিশ গোটা মাদক চক্রটি ভাঙতে বিশেষ অভিযান শুরু করেছে।














