
বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন ঠিকমতো হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে আজকে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট এ এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন উত্তরবঙ্গের বন্যার জন্য তিনি প্রচন্ডভাবে চিন্তিত। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি বুঝতে পেরেছেন , তাই তিনি চিন্তিত।
উত্তরবঙ্গের বন্যাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পরিকল্পনা আনতে চলেছেন। তিনি জানিয়েছেন যেভাবে উত্তরবঙ্গে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন , সেখান থেকে সাধারণ মানুষের বের হয়ে আসতে সময় লাগবে।
বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসে পৌঁছালে উত্তরবঙ্গের সব জেলার নেতাদের আলাদা আলাদা ভাবে নির্দেশ দিতে পারেন। যাতে ভবিষ্যতে কোন বড় ধরনের সমস্যা তৈরি না হয়। সামনে ভোট আসছে, এবং এসআইআর নিয়ে অনেকটাই বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষ। তাই মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াতে চান।














