
ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা ও জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার পালাশ মুচ্ছলের বিয়ে নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটল। অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক ভেঙে যাওয়ার ঘোষণা দিলেন দু’জনে। আগামী ২৩ নভেম্বর জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু ঘটনার মোড় ঘুরল হঠাৎই।
বিয়ের ঠিক আগমুহূর্তে মান্ধানার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এর জেরে তড়িঘড়ি বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সময়ে পালাশ মুচ্ছল শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন, যদিও পরে চিকিৎসার পর তিনি ছাড়া পান।
৭ ডিসেম্বর ইনস্টাগ্রামে স্মৃতি মান্ধানা আনুষ্ঠানিক পোস্ট করে জানান যে, পালাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।” এর কিছুক্ষণ পর পালাশও নীরবতা ভেঙে নিজের তরফ থেকেও প্রতিক্রিয়া জানান এবং বিষয়টি নিশ্চিত করেন।
মান্ধানা-পালাশের সম্পর্ক ভাঙার ঘটনায় ক্রিকেট মহল, সংগীত শিল্প এবং তাঁদের ভক্তমহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, তাঁদের বিয়ে ঘিরে আগেই প্রচুর আলোচনার জন্ম হয়েছিল। প্রস্তুতি চলছিল জোরকদমে তারই মাঝে হঠাৎ এমন ঘোষণা সকলকে বিস্মিত করেছে।
বিয়ে বাতিলের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ কথাটিই উল্লেখ করেছেন দু’জনেই। এ নিয়ে আর কোনো অতিরিক্ত মন্তব্য করেননি মান্ধানা বা পালাশ। তবে তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে সমর্থন জানাচ্ছেন।

















