• Home
  • শিক্ষা
  • সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে সিউড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির ।
Image

সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে সিউড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির ।

পতিত পাবন বৈরাগ্য ও সফিউল আলমের রিপোর্ট , সিউড়ী, বীরভূম: বীরভূম জেলার সদর শহর সিউড়ীতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দির। তাদের উদ্যোগে এবং পুরুলিয়া জেলার রামচন্দ্রপুরে অবস্থিত নেতাজী আই হসপিটালের সহযোগিতায় রবিবার, ১৪ ডিসেম্বর, সিউড়ীর অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন পরীক্ষা শিবির।

এই শিবিরে সিউড়ী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, তাঁদের মধ্যে শতাধিক রোগীর চোখে ছানি অপারেশন প্রয়োজন। আগামীকালই তাঁদের রামচন্দ্রপুরের নেতাজী আই হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের আজ দুপুরেই বাসের মাধ্যমে বিনামূল্যে রামচন্দ্রপুরে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন সম্পন্ন হওয়ার পর পুনরায় সিউড়ীতে ফিরিয়ে আনা হবে। রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার সমস্ত খরচ সম্পূর্ণভাবে বিনামূল্যে বহন করা হবে। এছাড়াও অপারেশনের পর প্রয়োজন অনুযায়ী চশমা, লেন্স এবং ওষুধও বিনামূল্যে প্রদান করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, সিউড়ীর অরবিন্দ পল্লী সরস্বতী শিশু মন্দিরের ইতিহাস। ১৯৮৭ সালে স্বর্গীয় শিক্ষক ও সমাজসেবক নিরঞ্জন হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় বীরভূম জেলার প্রথম সরস্বতী শিশু মন্দির প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি এসপি মোড় সংলগ্ন অরবিন্দ পল্লীতে অবস্থিত এবং শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী শিশু মন্দিরের সভাপতি লক্ষ্মণ বিষ্ণু, সম্পাদক পরিতোষ হাজরা, শিক্ষক ও সাংবাদিক পতিত পাবন বৈরাগ্য, আচার্য-আচার্যা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশু মন্দিরের প্রধান আচার্য নির্মল ঠাকুর জানান, গত চার বছর ধরে নিয়মিতভাবে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং সারা বছর ধরেই নানা সমাজসেবামূলক কর্মসূচি পরিচালিত হয়।

শিবির সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন শিশু মন্দিরের কোষাধ্যক্ষ ও সমাজসেবক দেবব্রত মাহান্ত। মানবকল্যাণমূলক এই উদ্যোগে খুশি ও আশাবাদী শিবিরে অংশগ্রহণকারী সাধারণ মানুষ।

Releated Posts

চোলাই বন্ধ হলেও আঠা, কাশির সিরাপ ও ব্রাউন সুগারে ডুবছে যুবসমাজ ।

দক্ষিণ দিনাজপুর: এক সময় চোলাই মদের দাপটে নাজেহাল ছিল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলা পুলিশের লাগাতার অভিযানে বর্তমানে বহু…

ByByKolkata NewsDec 23, 2025

রাজবংশী গৃহবধূ জ্যোৎস্না রায় রৌপ্য পদক জয় করে উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করলেন

রান্নাঘর আর সংসারের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্য এই দৃষ্টান্তই গড়লেন শিলিগুড়ির চম্পাসারী বটতলার বাসিন্দা জ্যোৎস্না রায়। রাজবংশী…

ByByKolkata NewsDec 16, 2025

সিউড়িতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির, মানবিক উদ্যোগে এ কে আই ফাউন্ডেশন ।

মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক পদক্ষেপ। সিউড়ির শালবুনিতে ছবির…

ByByKolkata NewsNov 23, 2025

গলসিতে সর্পদংশনে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামে ।

কোলকাতা নিউজ, পূর্ব বর্ধমান: সরলতা আর অসচেতনতার কারণে অকালে ঝরে গেল একটি ফুটফুটে প্রাণ। পূর্ব বর্ধমান জেলার গলসির…

ByByKolkata NewsNov 22, 2025

রাজনগর বারুদখানায় মানবিক উদ্যোগ, বিহারের নিখোঁজ অসহায় ব্যক্তিকে আশ্রয় দিয়ে বাড়িতে ফেরানোর প্রয়াস

মহম্মদ সফিউল আলমের রিপোর্ট, রাজনগর: রাজনগর ব্লকের বারুদখানা গ্রামে উজ্জ্বল হলো মানবতার উদাহরণ। বিহারের পাটনা জেলার বাকতিয়ারপুর থানার…

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এর ৩নং গেটের বাইরে চিতাবাঘ আতঙ্ক ছাত্রছাত্রীদের মধ্যে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এর ৩নং গেটের বাইরে চিতাবাঘ আতঙ্ক ছাত্রছাত্রীদের মধ্যে, আজ সকালে  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের  তিন নম্বর গেটের সামনে…

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বামনহাট হাসপাতালে তৃণমূল ছাত্র পরিষদের ফল বিতরণ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করল…

রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি, শিক্ষার আলো ছড়িয়ে তরুণ স্বপ্নকে শক্তি দিচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সমাজে শিক্ষার আলো ছড়িয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের লক্ষ্যে রোটারি ক্লাব অফ কলকাতা কাঁকুড়গাছি আয়োজন…

ByByKolkata NewsNov 4, 2025

মালদা মেডিকেল কলেজে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি, মারধর ও টাকার দাবি, আতঙ্কে কর্মীরা ।

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, হাসপাতালের অস্থায়ী…

ByByKolkata NewsOct 30, 2025
Scroll to Top