
এবার শুভেন্দু অধিকারীর পাড়ায় হাজির দিলীপ ঘোষ। কাঁথিতে একটি গণেশ মন্ডলের উদ্বোধনে হাজির হয়েছেন বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ। গনেশ মন্ডল উদ্বোধনের পাশাপাশি এই দিন চা চক্রে যোগ দেন দিলীপ। চা চক্রে শুভেন্দু অধিকারীর পাড়ায় অনুরাগীদের সঙ্গে খোশ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে।
কিন্তু ওই একই সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রামের একটি গণেশ মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্য শেষ হয়ে গেছে। কোনও শিক্ষা নেই, কোনও শিল্প নেই, কন্যার সুরক্ষা নেই, রাজ্য একদম শেষ।”
পাশাপাশি এইদিন হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “৬৮০০৮ কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে। আর যে কটা আছে ডুগ ডুক করে চলছে, সেগুলো বন্ধ করে দিলে ঝামেলা মিটে যাবে।”















