
মার্কিন শুল্কানীতি নিয়ে ট্রাম্প এখন চর্চায় তুঙ্গে, ভারতের উপর অতিরিক্ত পরিমাণে চাপানো শুল্কের হার নিয়ে ঘরে বাইরে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। যদিও তাতে পরোয়া করেন না তিনি, বাড়িতেই চলেছেন শুল্কের পরিমান। সমালোচনার পাশাপাশি খেতে হচ্ছে গালাগালিও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাকে নিয়ে কু কথা বলেছেন একজন মার্কিন মহিলাই হিন্দিতে ট্রাম্পকে গালি দিয়েছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্পর্কিত একটি আলোচনায় মার্কিন নাগরিক ক্যারল ক্রিস্টিন ফেয়ার হঠাৎ করেই ট্রাম্পের উদ্দেশ্যে কুকথা বলেন। ওই মহিলাকে স্পষ্ট চু***য়া বলতে শোনা যায় ট্রাম্পের উদ্দেশ্যে। এটি শুনে হেসে ফেলেন সাংবাদিক কারণ খুব স্বাভাবিকভাবেই সেই সাংবাদিকও হিন্দি ভাষা বোঝেন। তারপর থেকে জল্পনা তুঙ্গে, মুহূর্তে ভাইরাল হয়েছে এই ঘটনাটি।


















