
স্কুলে মিডডে মিলে রান্না হচ্ছিল পচা মাংস আর সেই গন্ধেই অসুস্থ হয়ে পড়েন একাধিক খুদে পড়ুয়া। ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত বেলডাঙ্গা প্রাইমারি স্কুলে। অভিভাবকদের অভিযোগ স্কুলে রান্না হচ্ছিল পচা মাংস রান্নার সময় গন্ধেও বাইরে আছে সেই গন্ধে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মহরি এই অভিযোগ অস্বীকার করেছেন, পুরো ঘটনাকেই সাজানো নাটক বলে দাবি করেছেন তিনি।

অভিভাবকদের অভিযোগ, স্কুলে রান্নার লোক রয়েছে তা সত্ত্বেও মাংস নিজের হাতে কিনে আনেন প্রধান শিক্ষক রামকৃষ্ণ মহরি, স্কুল খোলার আগেই শুরু হয়ে যায় রান্নাবান্নার প্রক্রিয়া। রান্না শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে ওই গন্ধে অসুস্থ হয়ে পড়ে খুদে পরওয়ারা শুধু তাই নয় রান্না করতে আসা মহিলা কর্মীরাও অসুস্থ হয়ে পড়েছেন পচা গন্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে, প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরি বলেছেন, এটা ভুল বার্তা। সব ছাত্র ঠিক আছে। গন্ধ বেরলেই পড়ুয়ারা অসুস্থ হয়ে যাবে এটা ভুল ধারণা।” এই ঘটনা প্রকাশ্যে আসার পরে শিক্ষা দপ্তর তরফ করেছেন প্রধান শিক্ষককে, বিষয়টি খতিয়ে দেখছে শিক্ষা দপ্তরের আধিকারিকরা।














