
কুলটিতে পুকুর বুজিয়ে বেআইনী নির্মাণের অভিযোগে পরিদর্শনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।বুধবার পশ্চিম বর্ধমান ভুমি ও ভুমি সংস্কার দফতরের আধিকারিক এবং পৌরনিগমের আধিকারিক যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেন।প্রসঙ্গত আসানসোল পৌরনিগমের 9 নম্বর বোরো চেয়ারম্যান চৈতন্য মাজির অভিযোগ করেছিলেন যে কুলটিতে পুকুর বুজিয়ে মার্বেল দোকান নির্মাণ করা হয়েছে।

সেই বিষয়ে এদিন জেলা প্রশাসনের ভুমি ও ভুমি সংস্কার দফতরের আধিকারিক এবং পৌরনিগমের আধিকারিকরা সরেজমিনে এলাকা পরিদর্শন করেন।জমির মালিককে নথিপত্র নিয়ে 4 ই সেপ্টেম্বর পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসকের অফিসে আসতে বলা হয়েছে।














